HighlightNewsদেশ

ঝাড়খন্ডে ধসে পড়ল পরিত্যক্ত কয়লাখনির একাংশ, আটকে রয়েছেন বহু শ্রমিক

টিডিএন বাংলা ডেস্ক: ঝাড়খণ্ডের একটি পরিতক্ত কয়লা খনিতে অবৈধভাবে খননের কাজ চলাকালীন খনির একাংশ আচমকা ধসে পড়ে। ঝাড়খণ্ডের ডুমিরজোরে ওই কয়লাখনির ভেতরে কমপক্ষে ১২ জন শ্রমিক সেই সময় কাজ করছিলেন। তারা সবাই আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আরো বেশি শ্রমিক আটকে থাকার সম্ভাবনা রয়েছে ওই খনির ভেতরে।

বৃহস্পতিবার চিরকুন্ডা থানা এলাকার ডুমিরজোরের ওই এলাকায় খনি সংলগ্ন রাস্তা প্রায় পনেরো থেকে কুড়ি ফুট ব্যাসার্ধ জুড়ে সম্পূর্ণ ধসে গিয়েছে। সমগ্র এলাকাটি জলমগ্ন হয়ে রয়েছে। যার ফলে ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছলেও উদ্ধারকার্যে সময় লাগছে। প্রসঙ্গত, ধসে যাওয়া ওই রাস্তা অনেকগুলি গ্রামকে এক সঙ্গে জোড়ে। তাই ধসের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার মানুষ। ধসের খবর পেয়ে চিরকুন্ডা থানার আধিকারিক জিতেন্দ্র কুমার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। জিতেন্দ্র কুমার জানিয়েছেন, পুলিশ সবদিক থেকে বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় মানুষ দুর্ঘটনার কারণ হিসেবে অবৈধ খননের কথাই জানিয়েছেন। যদিও এই ঘটনাটি অবৈধ খননের কারণেই ঘটেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles

Back to top button
error: