টিডিএন বাংলা ডেস্ক: এবার রাজ্য শিল্প ও বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভা থেকে বরাদ্যকৃত গাড়ি ফিরিয়ে দিয়েছেন বিধানসভা কর্তৃপক্ষের হাতে। মঙ্গলবার বিকেলে পার্থর গাড়ি বিধানসভার গ্যারাজে থাকতে দেখেই শুরু হয়েছে জল্পনা। পরিষদীয় মন্ত্রী হিসাবে নিয়ম মেনেই তাকে এই গাড়িটি দেওয়া হয়ে ছিল। কিন্তু কেন পার্থ এই ভাবে তার গাড়ি ফিরিয়ে দিলেন? তাহলে কি তিনি এবার মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিতে চলেছেন? যদিও এই বিষয়ে তিনি বা তার দল তৃণমূল এখনও পর্যন্ত কিছুই জানায়নি।
প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কয়েক দিন পূর্বেই এসএসসি’র শিক্ষক নিয়োগে ঘটা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যা নিয়ে এরই মধ্যে উত্তাল রাজ্য রাজনীতি। কিন্তু সেই ঘটনায় তৃণমূল প্রতিবাদ জানালেও সরাসরি তার পাশে দাঁড়ায়নি। এমন কি পার্থ নিজেই বলে ছিলেন সেই সময় তিনি বার বার দল নেত্রী মমতাকে ফোন করেও তাকে পাননি। সেই ক্ষোভ থেকেই কি তাহলে তিনি পদত্যাগ করতে চলেছেন। এমন জল্পনাও শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।