HighlightNewsরাজ্য

প্রায় ১৪০ কোটি টাকার বাড়ির যৌথ মালিক পার্থ-অর্পিতা? তাদের সম্পর্ক অন্তত ১০ বছরের, দাবি ইডির

টিডিএন বাংলা ডেস্ক: প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ মালিকানায় প্রায় ১৪০ কোটি টাকার বাড়ির হদিস পেয়েছে ইডি! শুধু তাই নয় তারা যে দাবি করছিলেন তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই সেটাও মিথ্যা বলেই দাবি ইডির। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইডির দাবি পার্থ-অর্পিতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অন্তত ১০ বছর আগে থেকেই। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যে সমস্ত সম্পত্তির নথিপত্র উদ্ধার করেছে তাঁর ভিত্তিতেই এমন কথা উঠছে।

আজ মঙ্গলবার পার্থকে ভুবনেশ্বরের এইমসে থেকে বাংলায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তাঁকে বর্তমানে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সেখানে পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পার্থ প্রথম থেকেই দাবি করে আসছেন তিনি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনো ভাবেই যুক্ত নন।

Related Articles

Back to top button
error: