মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়, গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত

টিডিএন বাংলা ডেস্ক: আলোচনা শুরু হয়ে ছিল আগেই। এবার প্রত্যাশা মতোই অবশেষে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন জানিয়ে দিয়েছে মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। ৬ দিন পূর্বেই এসএসসি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। অবশেষে ৬ দিন পরই তার বিরুদ্ধে নেওয়া হল শাস্তি মুলক ব্যবস্থা।

এদিকে আজ সন্ধ্যা বেলাতেই দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন অভিষেক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জরুরি বৈঠকে পার্থকে দলীয় মহাসচিবের পদ থেকেও সরিয়ে দেওয়া হতে পারে। একইসঙ্গে পার্থকে দলীয় মুখপত্রের সম্পাদকের পদ থেকেও সরানো হতে পারে বলেই মনে করা হচ্ছে।