HighlightNewsরাজ্য

পার্থ চট্টোপাধ্যায় বাংলা সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছেন, তাকে অপসারণে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২১ কোটি টাকা-সহ প্রচুর সোনার গহনাও বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। এতে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে জানিয়ে তাঁকে অপসারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অধীর রঞ্জন চৌধুরী লিখেছেন, “বর্তমানে বাংলা সরকারে শিল্প এবং পরিষদীয় মন্ত্রীর পদে থাকা পার্থ চট্টোপাধ্যায় অন্যায় কাজের বিষয়ে নিয়েই এই চিঠি। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের  শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। সেই সময় তিনি নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি বিষয়টি এখন বাংলার প্রায় সকলের কাছেই অবগত। আদালতের হস্তক্ষেপের পরই বিষয়টি নিয়ে ইতিমধ্যে পদক্ষেপ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় বংলার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই আপনাকে অনুরোধ, পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে সরানো হোক।’’

Related Articles

Back to top button
error: