টিডিএন বাংলা ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায় এসএসসির শিক্ষক নিয়োগের সময় ৫ জন করে নিজের লোকেদের নাম চেয়ে ছিলেন, এমনই অভিযোগ করলেন তার নিজের দল তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী। এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে গ্ৰেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। পার্থ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অর্পিতার বাড়ি থেকে প্রায় ২১ কোটি নগদ ভারতীয় টাকা, প্রায় ৮০ লক্ষ টাকার গহনা ও প্রচুর বিদেশী টাকা উদ্ধার করেছে ইডি। এই ঘটনায় পার্থের দিকেই অভিযোগের আঙ্গুল উঠেছে। সেই মামলায় নিজেকে নির্দোষ বলেই অবশ্য দাবি করেছেন পার্থ। কিন্তু তার নিজের দলের এই প্রাক্তন বিধায়কের এমন অভিযোগে তিনি আরও বিপাকে পড়লেন বলেই মনে করা হচ্ছে।
এদিন একটি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে অনন্তদেব অধিকারী বলেন, “শিক্ষা দফতরের তৎকালীন মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আমাদের সমস্ত বিধায়কের কাছ থেকে লেটারহেডে ৫টি করে নাম চেয়েছিলেন। আমি তা পাঠিয়েছিলাম। কিন্তু কারও চাকরি হয়নি।”
প্রসঙ্গত, পার্থর বাড়ি থেকে ইডির উদ্ধার করা নথিপত্রের মধ্যে নাকি এসএসসি নিয়োগে বেশ কয়েকজন বিধায়কের সুপারিশ করা নামের তালিকা রয়েছে। যার মধ্যে ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর বিধায়ক প্যাডে লেখা নামের তালিকা মিলেছে বলে খবর প্রকাশিত হতেই এমন বিস্ফোরক অভিযোগ করেন তিনি।