টিডিএন বাংলা ডেস্ক: প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। সেই কারণেই বিমানবন্দরে নামার সময় একেবারে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান! ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে ঘটেছে দুর্ঘটনাটি। ব্যক্তিগত মালিকানাধীন ওই বিমানটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আসছিল। মুম্বই বিমানবন্দরে নামার সময় প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল। তাছাড়া বৃষ্টির কারণে রানওয়ে পিচ্ছিল হয়ে গিয়েছিল। সব মিলিয়েই এমনটা ঘটেছে বলেই জানা গেছে। বিমানটির ভিতর মোট আটজন ছিলেন। তাঁদের মধ্যে ৬ জন যাত্রী এবং দুজন কর্মী। দুর্ঘটনার কবলে পড়ার পরেই ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের আঘাত কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়।
দুর্ঘটনার বেশ কিছু সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে দুর্ঘটনার ভয়াবহতা বোঝা যাচ্ছে। একটি ছবিতে বিমানটিকে দু’টুকরো হয়ে ভেঙে পড়ে থাকতে দেখা গেছে। বৃষ্টির মধ্যেই উদ্ধারকারীরা হাজির হয়ে গেছেন সেখানে। অন্য একটি ছবিতে রানওয়ের উপর পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলতেও দেখা যাচ্ছে। তবে জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইতিমধ্যেই ধ্বংসাবশেষ সরিয়ে পরিষ্কার করে ফেলা হয়েছে রানওয়ে। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেলের তরফে ছাড়পত্র পাওয়ার পর নিরাপত্তা সংক্রান্ত সমস্ত কিছু খতিয়ে দেখে ফের বিমান চলাচল শুরু হয়েছে।
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল সুত্রে পাওয়া খবর অনুযায়ী, প্লেনটি ছিল একটি ৪৫ বিমান। কানাডার বোম্বারডিয়ার এভিয়েশনের তৈরি এই প্লেনটি ৯টি আসন বিশিষ্ট একটি অত্যন্ত হালকা বিজনেস জেট। লাগাতার বৃষ্টির কারণে এদিন রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ভিস্তারা এয়ারলাইন্সের অন্তত পাঁচটি বিমান অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকটি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হতে পারে বলে খবর সংস্থা সূত্রে। একই কথা ঘোষণা করেছে স্পাইসজেটও। সূত্র -দ্য ওয়াল