HighlightNewsদেশ

জরুরি অবতরণের পর করাচিতে ১১ ঘণ্টা আটকে পড়ায় স্পাইসজেট বিমান কর্তৃপক্ষের প্রতি ক্ষুদ্ধ যাত্রীরা

টিডিএন বাংলা ডেস্ক: গতকাল মঙ্গলবার দিল্লি থেকে দুবাই গামী স্পাইসজেটের একটি বিমানে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয় মাঝ আকাশে। ফলে বিপদ এড়াতে ১৩৮ জন যাত্রী নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে পাকিস্তানের করাচি শহরে। কিন্তু করাচিতে নামার পরে বিমানের যাত্রীদের পড়তে হয় মহা ভোগান্তিতে। প্রায় ১১ ঘন্টা তারা সেখানে আটকে থাকেন। তারপর তাদের সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য অন্য একটি বিমান পাঠানো হয়। কিন্তু এই দীর্ঘ সময় করাচিতে আটকে থাকার কারণে স্বভাবতই স্পাইসজেটের বিমান পরিষেবা নিয়ে ক্ষুদ্ধ যাত্রীরা। কেন ১৩৮ জন যাত্রীকে দীর্ঘ ১১ ঘণ্টা করাচিতে পড়ে থাকতে হল সেই প্রশ্ন তোলেন যাত্রীরা।

কেন আগে থেকে পরীক্ষা করানো হয়নি? প্রশ্ন তুলেছেন যাত্রীরা। যদিও স্পাইসজেট বিমান কর্তৃপক্ষ দাবি করেছে বিমানটি ওড়ার আগে পরীক্ষা করা হয়েছিল। তখন যান্ত্রিক কোনও ত্রুটি চোখে পড়েনি। শেষ পর্যন্ত করাচিতে থেকে যাত্রীদের দুবাই পৌঁছনোর জন্য বিকল্প একটি বিমান পাঠানো হয়। সেই বিমানটি ওড়ে রাত ৯টা ২০ মিনিটে।

Related Articles

Back to top button
error: