HighlightNewsরাজ্য

হিজাব ইস্যুতে ইকোপার্কের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল মহিলাদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : কর্নাটকে স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ করাকে নিয়ে আজ গোটা দেশ তোলপাড় হচ্ছে। সারাদেশে জুড়ে চলছে আন্দোলন। তারই ধারাবাহিকতায় আজ নিউটাউন সংলগ্ন ইকোপার্ক-এর এক নম্বর গেটের সামনে জামাআতে ইসলামী হিন্দের মহিলা শাখার পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মিছিলের আয়োজন করা হয়। মহিলাদের এই মিছিল থেকে আওয়াজ ওঠে ‘হিজাব আমাদের সাংবিধানিক অধিকার কেউ তা কেড়ে নিতে পারে না।’ এই বিক্ষোভ মিছিলে উপস্থিত এক মহিলা বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে হিজাব পরিহিত মহিলাদের হয়রানি করা হচ্ছে। কর্নাটকে হিজাব পড়ে আসার কারণে মহিলাদের স্কুল-কলেজে ঢুকতে দেয়া হচ্ছে না, যা সম্পর্ণ অন্যায়। তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি।’

এদিন প্রতিবাদ জানাতে আসা অপর এক কলেজ পড়ুয়া যুবতী বলেন, ‘হিজাব মহিলাদেরকে সৌন্দর্যমণ্ডিত করে। তাদের সম্ভ্রম রক্ষা করে। আর ভারতীয় সংবিধানে সমস্ত ধর্মাবলম্বীদের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে। তাই স্কুল-কলেজে মহিলাদের হিজাব খুলে যেতে বলা সংবিধানবিরোধী। আমরা এই ধরনের উস্কানিমূলক কাজের তীব্র নিন্দা করছি।

Related Articles

Back to top button
error: