টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সীমান্তে লাগাতার এক বছর ধরে চলা কৃষক আন্দোলন এবার স্থান পেল পাঞ্জাবের স্কুলের পাঠ্যবইয়ে। এক বছর ধরে চলা আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ওই আইন তুলে নিতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ইতিহাস এবার পড়বে পাঞ্জাবের খুদে পড়ুয়ারা। জানা গিয়েছে, পাঞ্জাবের বেশ কয়েকটি বেসরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে সাম্প্রতিক কৃষক আন্দোলনের ইতিহাস। ওই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে “কিষান আন্দোলন”। ৫ পৃষ্ঠার ওই অধ্যায়টি যে বইতে আছে তার নাম “মোহ দিয়ান ট্যানডন”। বইটির প্রকাশক গ্লোবাল লার্নিং সলিউশন। ষষ্ঠ শ্রেণির এই পাঠ্যবইটির লেখক ডক্টর জগজিৎ সিং ধুরি।
প্রসঙ্গত, ডক্টর জগজিৎ সিং ধুরি লুধিয়ানার ব্রিটানিকা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপার্সন এবং তিনি পাঞ্জাবের ফেডারেশন অফ প্রাইভেট স্কুলের রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, তাঁর এই বইয়ে ছোটদের উপযোগী করে ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিবরণ দেওয়া হয়েছে। তিনি বলেন,”কঠিন সংকল্প, সত্যের পথে চলার শক্তি কতখানি তা জানা উচিত শিক্ষার্থীদের। নিজের অধিকারের জন্য আওয়াজ তোলা, ঐক্যের শক্তি সম্পর্কেও জানতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে। পাঞ্জাবের মানুষের মূল্যবোধ কতখানি সমৃদ্ধ, এই অধ্যায় তাও জানবে তারা।”
ষষ্ঠ শ্রেণির পাঠ্য বইয়ের ওই বিশেষ অধ্যায়ে দশম শিখ গুরু গোবিন্দ সিং-এর প্রসঙ্গ টেনে এনেছেন লেখক। এ প্রসঙ্গে তিনি বলেন,”জাফরনামায় গুরু গোবিন্দ সিংজি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার শিক্ষা দিয়েছিলেন আমাদের এবং আপনি যদি সঠিক হন তবে আপনি জয়ী হতে বাধ্য। অন্তর্ভুক্ত নতুন অধ্যায়ে এই বিষয়েও ব্যাখ্যা করা হয়েছে।”