দেশ

পেগাসাস কেনেনি প্রতিরক্ষা মন্ত্রক, কেন্দ্রের জবাবের পরেও রয়েছে ধোঁয়াশা

টিডিএন বাংলা ডেস্ক : কেন্দ্র কি ইসরাইলি সংস্থার থেকে পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল? এতদিন মুখে কুলুপ এঁটে ছিল কেন্দ্র। আজ সুপ্রিম কোর্টে পেগাসাস মামলা ওঠার আগের দিন রাজ্যসভায় জবাব দিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। এনএসও- র সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের কোনও লেনদেন হয়নি। এই উত্তরের পরও জল ঘোলা হয়েই থাকছে।

বিরোধীরা দাবি তুলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই ইস্যুতে জবাব দিতে হবে। কেন্দ্রের একটি মন্ত্রকের তরফে জবাব এসেছে ঠিকই। কিন্তু বাকি মন্ত্রক এখনো চুপ। আগেই সংসদে পেগাসাস ইস্যুকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপর সুপ্রিম কোর্টে মামলা উঠায় বাড়তি অস্ত্র পেয়ে যায় কেন্দ্র। তাদের যুক্তি বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করা যাবে না। অথচ সোমবার মন্ত্রী সংসদে দাঁড়িয়ে সেই বিচারাধীন বিষয়েই মন্তব্য করেলেন। বিরোধীরা বলছেন, জবাবে বিস্তর ফাঁক রয়েছে। সোমবার রাজ্যসভায় সিপিএম সাংসদ শিবদাসন আরও একটি প্রশ্ন তুলেছিলেন। গত ৩টি আর্থিক বছরে বিদেশ থেকে প্রতিরক্ষায় কত টাকার কেনাকাটা করা হয়েছে? প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর জবাব থেকে স্পষ্ট, গত দুই বছরের তুলনায় ২০২০-২১ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ বেড়ে হয়েছে ৫৩ হাজার ১১৮ কোটি টাকা। করোনা আবহে এই বিপুল অর্থ ব্যয় কেন হল? কী কী কিনতে এই বিশাল টাকা খরচ হল তা জানতে চাইছে বিরোধী শিবিরের একাংশ।

এই অবস্থায় আজ সুপ্রিম কোর্টে পেগাসাস মামলার শুনানি। ফোনে আড়িপাতা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে এখনও পর্যন্ত ৯টি পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে। সম্প্রতি একটি শুনানিতে প্রধান বিচারপতি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ বলে, পেগাসাস নিয়ে সংবাদমাধ্যমে যা বেরিয়েছে তা সত্যি হলে বিষয়টা মারাত্মক।

Related Articles

Back to top button
error: