Highlightদেশ

পেগাসাস একটি নন-ইস্যু, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর

টিডিএন বাংলা ডেস্ক : পেগাসাস বিতর্ক এখনও তুঙ্গে। এরইমধ্যে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তার কথায়, “পেগাসাস কোনও ইস্যুই নয়। তাই সরকার এই বিষয়ে আলোচনা করছে না। জনমুখী বিষয় নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার। আলোচনা ছাড়া একটি বিল পাস করাতে চাই না। কিন্তু আলোচনাই তো করতে দেওয়া হচ্ছে না।”

সাংবাদিক, বিরোধী নেতা, সমাজকর্মী, আইনজীবীসহ ৩০০ নাগরিকের ফোনে আড়িপাতার ঘটনায় উত্তাল সংসদ। এরমধ্যে পেগাসাস তদন্তে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং চলমান ‘সাইবার-যুদ্ধ’ থামানোর জন্য প্রধান বিচারপতি এনভি রামানাকে চিঠি লেখেন রোমিলা থাপার, অরুন্ধতী রায়, অরুণা রায় এর মত প্রায় ৫০০ জন বিশিষ্ট নাগরিক। পেগাসাস ইস্যুতে একাধিক জনস্বার্থ মামলা আগেই হয়েছে। গণস্বাক্ষর নিয়ে এই চিঠি এবং সুপ্রিমকোর্টে আগামী সপ্তাহে শুনানির খবর মোদি সরকারের অস্বস্তি অনেকটাই বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এসবের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, পেগাসাস নিয়ে আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই সংসদের উভয় কক্ষে বক্তব্য রেখেছেন। দুর্ভাগ্য বিরোধীরা একটি নন ইস্যু নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সংসদে। ভারতে এমন অনেক কিছু আছে যা সরাসরি জনগণের সঙ্গে জড়িত। তাদের সরকার সেই সব নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

মন্ত্রী আরও বলেন, সংসদের কাজে বাধা দিচ্ছেন বিরোধীরা। তাদের এই ব্যবহার দুর্ভাগ্যজনক। বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছিলেন, ফোনে আড়ি পাতার মতো কোনও ঘটনা ঘটেনি। এই নিয়ে তদন্তের কোন প্রশ্ন ওঠেনা। কিন্তু সংসদে এই নিয়ে কেন আলোচনা হবে না তা নিয়ে বারবার সুর চড়িয়েছে তৃণমূল, কংগ্রেসসহ প্রায় সব বিরোধী দল। যদিও কেন্দ্র এখনও অনড়। লোকসভার অধিবেশন ভেস্তে যাওয়ার পরেও প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ার আবেদন করেন যোশী। বিরোধীদের অসহযোগিতামূলক আচরণকে নিন্দা করেছেন তিনি।

Related Articles

Back to top button
error: