জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা ব্যক্তিদের আফগানিস্তানে যাওয়া উচিত: বিহারের বিজেপি বিধায়ক

টিডিএন বাংলা ডেস্ক : বিহারের মধুবনী জেলার বিসপি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল বুধবার এই বিতর্কিত বিবৃতি দিয়েছিলেন । তিনি বলেছেন যে ভারতে থাকতে সমস্যাযুক্ত ব্যক্তিদের আফগানিস্তানে গিয়ে সেখানে কম দামে পেট্রল ও ডিজেল নেওয়া উচিত।

“আমাদের দেশ ধর্মে বিভক্ত। যদি এই দেশের মানুষ সতর্ক না হয়, তাহলে ভারত আফগানিস্তানের মতো তালেবান দেশে পরিণত হবে। আমাদের দেশের দেশপ্রেমিকদের উচিত আফগানিস্তানের পরিস্থিতি বিশ্লেষণ করা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া। ভারতের স্বার্থে তাদের সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত,” বাচাউল বলেন।

“ভারতের অনেক মানুষ আমাদের সরকারের নীতির বিরুদ্ধে। তারা জ্বালানি তেলের দাম বাড়ায় প্রশ্ন তুলছে। দেশে জ্বালানির দাম বেশি কিন্তু ভারতে জীবনযাত্রার অবস্থা অন্য যে কোন দেশের তুলনায় অনেক ভালো। তারপরও যদি কারও এখানে বসবাস করতে সমস্যা হয়, তাদের উচিত আফগানিস্তানে গিয়ে সেখানে কম হারে পেট্রোল ও ডিজেল পাওয়া।

“তালেবান দখলের পর আফগানিস্তানে পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। মানুষ দেশ ছাড়তে মরিয়া। তাদের অনেকেই বিমানের ডানায় ভ্রমণের চেষ্টা করেছিলেন। এমনকি তাদের মধ্যে তিনজন বিমান থেকে পড়ে মারা যান। কল্পনা করুন আফগানিস্তানের অবস্থা কেমন, ” তিনি বলেন।