টিডিএন বাংলা ডেস্ক : অবাস্তব নয় সত্যিই মিশরের লাক্সর নামক স্থানে ৩,০০০ বছরের এক প্রাচীন রাজপথের উদ্বোধন করলো মিশর সরকার। সূত্রের দাবি এখন থেকে ওই রাজপথটি আবার চালু করা হবে। একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘অ্যাভিনিউ অফ স্ফিংস’ নামের এই রাস্তাটি উদ্বোধন করা হয়েছে।
খবরে প্রকাশ, প্রাচীন ফারাওদের যুগের রথ এবং শত শত শিল্পীরা এই পথটি ব্যবহার করতো। এই পথটি খুঁড়ে বের করতে কয়েক দশক সময় লেগে গিয়েছে বলে জানা গিয়েছে। সেই যুগে দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ হিসাবে এই রাজপথটি ব্যবহার করা হতো।
প্রাচীন ফারাওদের যুগের মতো করে উদ্বোধনীর দিনেও শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। মন্দিরগাত্রে লেখা প্রাচীন হায়ারোগ্লিফিকস লিপির থেকে নেওয়া বিভিন্ন ধরনের গল্পকে নিয়ে সঙ্গীত রচনা করে এই অনুষ্ঠানে তা ব্যবহার করা হয়।