“যখন আমার মা ভারত থেকে এসেছিলেন তখন সম্ভবত তিনি এই মুহূর্ত কল্পনাও করতে পারেননি”; জানালেন কমলা হ্যারিস

ছবি সৌজন্যে কমলা হারিসের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: প্রথম মহিলা, প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস তৈরি করেছেন কমলা হ্যারিস। নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শনিবার আমেরিকাবাসীদের উদ্দেশ্যে প্রথমবার বক্তৃতা দিতে গিয়ে ভাববিহ্বল কমলা হ্যারিস এই বিশেষ মুহূর্তের জন্য ধন্যবাদ জানান নিজের মা শ্যামলা গোপালান হ্যারিসের উদ্দেশ্যে। তিনি বলেন,”আজ এখানে আমার উপস্থিতির জন্য যার কাছে আমি সবথেকে বেশি কৃতজ্ঞ তিনি হলেন আমার মা শ্যামলা গোপালন হ্যারিস।১৯ বছর বয়সে যখন তিনি ভারত থেকে এসেছিলেন সে সময় তিনি সম্ভবত আজকের এই মুহূর্তটি কল্পনাও করতে পারেননি। তবে তিনি এটা গভীরভাবে বিশ্বাস করতেন যে আমেরিকায় এটা সম্ভব।”

৫৭ বছর বয়সি কমলা হ্যারিস আরো বলেন,”আমি তাঁর(মায়ের) এবং কৃষ্ণাঙ্গ নারী, এশিয়ান, হোয়াইট, লাতিনা, নেটিভ আমেরিকান সমস্ত মহিলাদের প্রজন্মের কথা ভাবছি যাঁরা আমাদের জাতির ইতিহাস জুড়ে আজ রাতের এই মুহুর্তটির পথ প্রশস্ত করেছেন।”

কমলা হ্যারিস একজন ভারতীয় বংশোদ্ভূত হওয়ার পাশাপাশি এক জামাইকান পিতার কন্যাও বটে। তাই জন্ম থেকে তিনি খ্রিস্ট ধর্মাবলম্বীদের এও মায়ের হাত ধরে হিন্দু মন্দির পরিদর্শনেও বহুবার গিয়েছেন। জুবিন যখন তাকে নিজের রানিং মেট হিসেবে বেছে নিয়েছিলেন সে সময় নিজের গ্রহণযোগ্যতার প্রসঙ্গে নিজের ভারতীয় শিকড়ের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন কিভাবে শৈশব থেকে তার চিট্টি অর্থাৎ আন্টি তাকে সমর্থন করে এসেছেন। জানিয়েছিলেন তার শৈশবের তামিলনাড়ু ভ্রমণের প্রসঙ্গ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা ইন্দো-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে লিখেছেন,”আপনার এই সাফল্য শুধুমাত্র আপনার চিট্টির জন্যই নয়, সমস্ত ভারতীয় আমেরিকানদের জন্য একটি অত্যন্ত গর্বের বিষয়।”