টিডিয়েন বাংলা ডেস্ক : মার্কিনমুলুকে ফের অসহিষ্ণুতার শিকার গাড়ি চালক! সেখানে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এক ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সিচালককে মারধর করে পাগড়ি খুলে দেওয়ার ভিডিও ভাইরাল। অভিযুক্তর পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকেই বেপাত্তা তিনি।
বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনাটির ভিডিও তোলেন এক পথচারী। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই শিখ সম্প্রদায়ের মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন। নভজোৎ পল কাউর নামে এক মহিলা ২৬ মিনিটের ওই ভিডিও ফুটেজটি রি টুইট করেন। তিনি লিখেন, ভিডিওটি আমার তোলা নয়। পোস্ট করার অধিকারও আমার নেই। কিন্তু আমেরিকায় বারবার এভাবে শিখদের আক্রান্ত হওয়ার ঘটনায় আমি বিব্রত বোধ করছি। সেটা জানাতেই ভিডিওটি পোস্ট করতে বাধ্য হলাম।”
প্রশাসনের তরফে অবশ্য কোনও উচ্চবাচ্য করা হয়নি। এরআগেও একাধিকবার আমেরিকায় শিখ সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়েছেন। ২০১৯ সালে খোদ ওয়াশিংনে এক শিখ ক্যাব চালককে বেধড়ক মারধর করা হয়। ২০১৭ সালেও নিউইয়র্ক শহরে হেনস্তার মুখে পড়তে হয়েছিল এক ট্যাক্সিচালককে।