HighlightNewsদেশ

‘ভারতে নাগরিক ও প্রতিষ্ঠানগুলির উপরে জুলুম ও হিংসা চলছে’, উমর খালিদের গ্রেফতার প্রসঙ্গে দার্শনিক চমস্কি

টিডিএন বাংলা ডেস্ক: ‘ভারতে নাগরিক ও প্রতিষ্ঠানগুলির উপরে জুলুম ও হিংসা চলছে’, জওহোরলাল নেহরু বিশ্ব বিদ্যালয়ের ছাত্র, এনআরসি-সিএএ আন্দোলনের অন্যতম মুখ উমর খালিদের গ্রেফতারীর ঘটনার নিন্দা জানাতে গিয়ে এমনই কঠোর ভাষায় বিজেপি সরকারের সমালোচনা করলেন দার্শনিক চমস্কি। ভারত জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক মামলায় সমাজকর্মী ও প্রতিবাদি মুখকে গ্রেফতারের ঘটনায় বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছেন দেশের স্বনাম ধন্য প্রাক্তণ আমলা, বিচারপতি,আইনজীবী, সমাজকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। এমনকি সম্প্রতি একাধিক গ্রেফতারীর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রসংঘও। এবার সেই সারিতে নাম লেখালেন বিখ্যাত প্রবীণ আমেরিকান ভাষাতত্ত্ববিদ, দার্শনিক, অধ্যাপক নোয়াম চমস্কি।

শনিবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় এই প্রবীণ অধ্যাপক বলেন, “খালিদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ বলতে তাঁর বক্তৃতা, যা মুক্ত সমাজে মৌলিক অধিকার বলে স্বীকৃত। এই ঘটনাটির আলাদা মূল্যায়ন না-করেও বলব এর মধ্যে ভারতের বিচার ব্যবস্থার দৈন্যের ছবি ফুটে উঠছে। ভারতে মুক্ত নাগরিক এবং প্রতিষ্ঠানগুলির উপরে জুলুম এবং ক্ষেত্র বিশেষে হিংসা চলছে। এ সব ঘটনা আদতেসরকারি তরফে ভারতের ধর্মনিরপক্ষ গণতন্ত্রের পরম্পরা নষ্ট করার বৃহৎ অপচেষ্টা, যা এর বদলে হিন্দু আধিপত্যবাদ কায়েম করতে চায়।”

তবে তিনি যে হতাশ নন, ভারতের সাহসী তরুণ সমাজের প্রতি যে তার আস্থা আছে সেই কথাও জানিয়ে দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, প্রতিবাদি যুব সমাজকে দমিয়ে দেওয়ার মত ক্ষমতা কারও নেই। শত জুলুম-নিপিড়ন সত্ত্বেও তারা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাঁর ভাষায়, “ওঁরাই ফের ভারতকে শান্তি এবং সুবিচারের মর্যাদা রক্ষা করে এক উন্নততর বিশ্ব গঠনের পথে ফিরিয়ে আনবেন।”

Related Articles

Back to top button
error: