টিডিএন বাংলা ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিলের কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন, “যার পরিবার নেই, তিনি প্রিয়জন হারানোর কষ্ট বুঝবেন কী করে?”
উত্তরপ্রদেশের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারে আক্রমণ-পাল্টা আক্রমণের পালা। বুধবার একটি জনসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব আক্রমণ করেন বর্তমান মুখ্যমন্ত্রীকে। সরাসরি যোগী কিংবা বিজেপির নাম উল্লেখ করেননি ঠিকই। কিন্তু তার কটাক্ষ থেকে পরিষ্কার তার নিশানায় আসলে যোগী। অখিলেশের কথায়, “যার পরিবার নেই, তিনি প্রিয়জন হারানোর কষ্ট বুঝবেন কী করে?” এই মন্তব্য থেকে পরিষ্কার, করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের বেহাল দশাকেই ইঙ্গিত করেছেন তিনি।
পাশাপাশি ওই জনসভায় অখিলেশ দাবি করেছেন, সমাজবাদী পার্টি রাজ্যে ক্ষমতায় এলে প্রকৃত যাত্রা শুরু হবে। যোগী সরকার নয়। রাজ্যের দরকার যোগ্য সরকার। সেই যোগ্য সরকার গঠন করতে রাজ্যবাসী ভোট দেবেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আশ্বাস, তাঁর দল ক্ষমতায় এলে কৃষক আন্দোলনে প্রিয়জনকে হারিয়েছেন এমন পরিবারকে তারা সাহায্য করবেন।