এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার মেয়াদ বৃদ্ধি ৪ সপ্তাহ

টিডিএন বাংলা ডেস্ক : এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার বিকেলের মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়ে ছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের সেই রায়ে এবার স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এখনই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দিতে হচ্ছে না। ডিভিশন বেঞ্চ আপাতত এই সিবিআই হাজিরার মেয়াদ বৃদ্ধি করলো ৪ সপ্তাহ। এই রায়ে স্বভাবতই স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রীর আস্থাভাজন, কাছের মানুষ পার্থ।

মঙ্গলবার এসএসসি-র গ্রুপ ডি এবং নবম ও দশম শ্রেনীর শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে তৃণমূল সরকারের অন্যতম মন্ত্রী ও তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআই দফরে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকি সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, “কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়।’ একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, জিজ্ঞাসাবাদের পর সিবিআই যদি প্রয়োজন মনে করে তাকে গ্রেফতারও করতে পারবে। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়। এরপরই সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। বুধবার হাইকোর্ট চার সপ্তাহের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার মেয়াদ পিছনোর নির্দেশ দিয়েছে।