নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ‘প্রমাণিত হয়েছে পার্থ চোর। এখন নিজের ব্যর্থতা ঢাকতে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। রাজ্যের টাকা লুট করে রাজ্যের টাকাতেই সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই।’ এসএসএস মামলা নিয়ে এভাবেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী ও রাজ্য সরকারকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি এসএসসি চাকরী প্রার্থীদের আন্দোলনের দিন শিক্ষকের মর্যাদা দেওয়ার অধিকারে আদালতে যাবেন বলেও জানান অধীরবাবু।
এসএসসি মামলায় অঙ্কিতা অধিকারীকে সমস্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। এই প্রশ্নের উত্তরে এদিন সাংবাদিক বৈঠক থেকে অধীর চৌধুরী বলেন, ‘এই রকম অঙ্কিতা তৃণমূল নেতাদের ঘরে ঘরে রয়েছে। স্কুল শিক্ষক দপ্তর দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে। প্রমাণিত হয়েছে পার্থ চোর। নিজের ব্যর্থতা রুখতে একগন উচ্চ আদালতে যেতে হচ্ছে। নিজের টাকায় নয় রাজ্য সরকারের টাকা খরচ করেই সুপ্রিম কোর্টে যাচ্ছে পার্থ। মুখ্যমন্ত্রীর উচিত এই সব নেতাদের ঘাড় ধাকজা দিয়ে মন্ত্রীসভা থেকে বার করে দেওয়া। একইসঙ্গে অধীরবাবু বলেন, এসএসসি চাকরি প্রার্থীদের জন্য আমি আদালতে যাব। যেদিন থেকে তাঁরা আন্দোলন করছেন সেদিন থেকেই তাঁদের চাকরি স্বীকৃতি দেওয়া হোক এই দাবিতে আমি তাদের পাশে ছিলাম।’