HighlightNewsদেশ

দেশ জুড়ে আন্দোলনের চাপেই পেট্রোল, ডিজেল ও উজ্জ্বলা গ্যাসের মূল্য কমাল কেন্দ্র!

টিডিএন বাংলা ডেস্ক: প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পেট্রল, ডিজেল ও গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। যার ফলে দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে বিশাল ক্ষোভ। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই চলছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। সেই আন্দোলনের চাপে এবার পেট্রল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দিল কেন্দ্র সরকার। পেট্রোলের উপর ৮ টাকা এবং ডিজেলের উপর থেকে ছয় টাকা কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ রবিবারের সকালে পেট্রোলে ৯ টাকা ৫০ পয়সা এবং ডিজেল প্রায় সাত টাকা সস্তা হয়েছে। পেট্রোল এবং ডিজেলের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির পর এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি পাবে সাধারণ মানুষ। আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬ টাকা ৩ পয়সা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯২ টাকা ৭৬ পয়সা। তে কিছুটা হলেও স্বস্তি। কর কমানোর পর আর এরপরেই রাজস্থান এবং কেরল সরকার পেট্রোল-ডিজেলের দামে আরও কিছুটা স্বস্তি দিয়েছে।

অন্যদিকে কেন্দ্র সরকারের বিশেষ প্রকল্প উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারের মূল্য ২০০ টাকা কমানো হবে বলেও ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। তবে বছরে ১২ টি সিলিন্ডারের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। এর বেশি নিতে হলে তখন ভর্তুকি ছাড়াই নিতে হবে।

এদিকে দাম কমানোর পরেই কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে বলেছে, রাজ্যের পক্ষে থেকে কিছুটা ভ্যাট কমানো হোক। সেই আহব্বানে সারা দিয়েছে রাজস্থান ও কেরল সরকার। রাজস্থান সরকার পেট্রোলে লিটারে ২ টাকা ৪৮ পয়সা, ডিজেলে লিটারে ১ টাকা ১৬ পয়সা ভ্যাট কমিয়েছে। অন্যদিকে, কেরল সরকার পেট্রোলে ভ্যাট কমিয়েছে লিটারে ২ টাকা ৪১ পয়সা, ডিজেলে লিটারে ১ টাকা ৩৬ পয়সা। যার ফলে এই দুই রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম আরও কিছুটা কমেছে। রাজস্থান ও কেরলের এই সিদ্ধান্তের পর স্বাভাবিক ভাবেই চাপ বাড়লো পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের উপরে। এরই মধ্যে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে বলেন, ইতিপূর্বে একাধিক বার অন্যান্য রাজ্যগুলি পেট্রোলের দাম কমালেও পশ্চিমবঙ্গ সরকার একবারও কমায়নি।

Related Articles

Back to top button
error: