২২ মার্চ থেকে টানা পাঁচবারে লিটার প্রতি মোট ১০ টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম, পাল্লা দিয়ে চলছে সিএনজির মূল্যবৃদ্ধি

টিডিএন বাংলা ডেস্ক: ২২ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত টানা পাঁচবার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। ২২ মার্চ থেকে শুরু করে এখনো পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। দিল্লি এবং মুম্বইতে দাম বেড়েছে সিএনজিরও। বুধবার, লিটার প্রতি ৮০ পয়সা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। বুধবার দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০৫.৪১ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৬.৬৭ টাকা।
এদিকে, প্রথমবার মুম্বইতে পেট্রোলের দাম ৮৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে লিটার প্রতি ১২০ টাকা। বুধবার সকালে খুচরো জ্বালানি বিক্রি হয়েছে প্রতি লিটার ১২০.৫১ টাকায়। অন্যদিকে, ডিজেলের দাম ৮৫ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটার ১০৪.৭৭টাকা।
ব্যাঙ্গালোরে পেট্রোল প্রতি লিটার ১১১.০৯ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৪.৭৯ টাকায় বিক্রি হচ্ছে। বুধবার সকালে চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১১০.৮৫ টাকা এবং ডিজেলের দাম ১০০.৯৪ টাকা হয়েছে। কলকাতাতেও ফের মহার্ঘ হয়েছে পেট্রোল-ডিজেল। পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে প্রতি লিটার ১১৫.১২ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৯.৮৩ টাকা।
পেট্রোল-ডিজেলের পাশাপাশি দিল্লি এবং মুম্বইয়ের দাম বেড়েছে সিএনজিরও। দিল্লি এনআরসিতে সিএনজি সরবরাহকারী ইন্দ্রপ্রস্থ গ্যাস এবং মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায় সিএনজি গ্যাস সরবরাহকারী মহানগর গ্যাস উভয় সিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে ইন্দ্রপ্রস্থ গ্যাস দ্বিতীয় বার দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে সিএনজির দাম ২.৫ টাকা প্রতি কেজি বাড়িয়েছে যার ফলে দিল্লিতে জ্বালানির দাম হয়েছে প্রতি কেজি ৬৬.৬১ টাকা। অন্যদিকে, মুম্বইতে কিছুদিন আগে সিএনজির দাম প্রতি কেজি ছ’টাকা হ্রাস করা হলেও বুধবার থেকে লিটার প্রতি ৭ টাকা বৃদ্ধি পেয়েছে মহানগর গ্যাস। ফলে মুম্বই এবং তার পার্শ্ববর্তী এলাকায় সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা প্রতি কেজি।