দিল্লি-কলকাতাতে ১০০ টাকা ছোঁয়ার পথে পেট্রোলের দাম

টিডিএন বাংলা ডেস্ক : শনিবার পেট্রোল ও ডিজেলের দাম কোনও বদল করেনি সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দাম এদিন অপরিবর্তিত রাখা হয়েছে ৷ শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা এবং কলকাতাতে ৪০ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছিল ৷ এর জেরে দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ৯৯.১৬ টাকা হয়ে গিয়েছে৷

৩ জুলাই দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামদিল্লি- পেট্রোল ৯৯.১৬ টাকা, ডিজেল ৮৯.১৮ টাকা। মু্ম্বই- পেট্রোল ১০৫.২৪ টাকা। ডিজেল ৯৬.৭২ টাকা। চেন্নাই- পেট্রোল ১০০.১৩ টাকা। ডিজেল ৯৩.৭২ টাকা। কলকাতা- পেট্রোল ৯৯.০৪ টাকা, ডিজেল ৯২.০৩ টাকা। জয়পুর- পেট্রোল ১০৫.৯১ টাকা, ডিজেল ৯৮.২৯ টাকা। লখনউ- পেট্রোল ৯৬.৩১ টাকা, ডিজেল ৮৯.৫৯ টাকা। ভোপাল- পেট্রোল ১০৭.৪৩ টাকা, ডিজেল ৯৭.৯৩ টাকা। পটনা- পেট্রোল ১০১.২১ টাকা, ডিজেল ৯৪.৫২ টাকা। রাঁচি – পেট্রোল ৯৪.৬২ টাকা, ডিজেল ৯৪.১২ টাকা। রীবা- পেট্রোল ১০৯.৬৫ টাকা, ডিজেল ৯৯.৯৮ টাকা। বেঙ্গালুরু- পেট্রোল ১০২.৪৮ টাকা, ডিজেল ৯৪.৫৪ টাকা।