টিডিএন বাংলা ডেস্ক : টানা সাতদিন ধরে বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। সোমবার লিটারে ৩০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৩৫ পয়সা।উৎসবের মরসুমে যার ফলে চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে। এই পরিস্থিতিতে আগুনে যেন ঘৃতাহুতি দিল মন্ত্রীর একটি মন্তব্য।
কী বলেছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি? তিনি বলেন, বিনামূল্যে দেশবাসীকে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্যই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। পাশাপাশি হিমালয়ের পার্বত্য অঞ্চলে এক লিটার জলের তুলনায় এক লিটার পেট্রোল সস্তা বলে মন্তব্য করেছেন মন্ত্রী। অসমের ডিব্রুগড়-এর এই সাংসদের কথায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়ে।
সোমবারও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। মেট্রো শহর দিল্লিতে দুই জ্বালানির নতুন দাম হয়েছে ১০৪.৪৪ টাকা ও ৯৩.১৭ টাকা। কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০৫.০৯ টাকা, ১১০.৪১ এবং ১০১.৮৯ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দাম। এই তিনটি মেট্রো শহরে ডিজেলের নতুন দাম হল প্রতি লিটারে ৯৬.২৮, ১০১.০৩, ৯৭.৬৯ টাকা। পেট্রোলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, পেট্রোল দামি নয়। আসলে তার ওপর কেন্দ্র-রাজ্যের কর রয়েছে। দেশবাসী বিনামূল্যে কোভিড টিকা পাচ্ছেন। ভ্যাকসিনের সেই টাকা কোথা থেকে আসবে? এই করের টাকা থেকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।” মন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।