টিডিএন বাংলা ডেস্ক: উত্তর ২৪ পরগনার অশোকনগরে খোঁজ মিললো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। আর তার খবর জানিয়ে মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের বার্ষিক সাধারম সভায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ওএনজিসি তাঁকে জানিয়েছে, অশোকনগরে খনিজ তেলের বিপুল সম্পদ রয়েছে, তা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্ভব। এখানে প্রাকৃতিক গ্যাসও মিলেছে। অশোকনগর থেকে উত্তোলিত তেল তাঁরা হলদিয়া শোধনাগারে পাঠিয়েছেন, গুণমান খতিয়ে দেখা হয়েছে। শিগগিরই এলাকা পরিদর্শনে আসবেন তিনি।