টিডিএন বাংলা ডেস্ক : সুপ্রিমকোর্টের রেজিস্ট্রি থেকে আইনজীবীদের পাঠানো ই-মেইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি! যা নিয়ে শোরগোল আইনজীবী মহলে। প্রশ্ন উঠতে শুরু করে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দফতর থেকে পাঠানো মেইলে প্রধানমন্ত্রীর ছবি কেন? দেশের সর্বোচ্চ আদালত ঊর্ধ্বে নাকি প্রধানমন্ত্রী? বেকায়দায় পড়ে ইমেইল থেকে সরানো হয়েছে প্রধানমন্ত্রীর ছবি।
ঠিক কী হয়েছে ঘটনাটি? স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে কেন্দ্র ‘আজাদি কা অমৃত মহোৎসব’ শিরোনামে একটি কর্মসূচি গ্রহণ করে। সেখানে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। এই অবধি ঠিক ছিল। কিন্তু সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারের দফতর থেকে আইনজীবীদের যে মেইল পাঠানো হয়েছে, তাকে ঘিরেই সমস্যার উৎপত্তি। কারণ সেই চিঠিতে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। শুধু ছবি নয়। ওই কর্মসূচির বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। চিঠি পাওয়া মাত্রই আইনজীবী মহলে শোরগোল পড়ে যায়। আইনজীবীদের অভিযোগ, ইমেইল সিগনেচারের অংশ হিসেবে ওই ছবি ব্যবহার করা হয়েছে। এতে বিচারবিভাগ ও সরকারের বিভাজন উঠে গেছে বলে আইনজীবীদের একাংশের অভিযোগ। শেষ পর্যন্ত তাদের আপত্তিতে শীর্ষ আদালতের রেজিস্ট্রির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সুপ্রিমকোর্টে ইমেইল পরিষেবার আয়োজন করে যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, তাদের আদালত থেকে মেইলের ফুটার থেকে প্রধানমন্ত্রীর ছবি সরাতে বলা হয়েছে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার দফতর থেকে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের হয়ে চিঠি দেওয়ার কাজ করে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। তাদেরকে অবিলম্বে সেই ছবি সরাতে নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে আদালতের তরফ থেকে পাঠানো চিঠি বা বিজ্ঞপ্তিতে কোনও অবস্থাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না। সেখানে শুধু সুপ্রিমকোর্টের ছবি থাকবে। শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেল সঞ্জীব এস কালগাওকার বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না। অন্যদিকে অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জোসেফ অ্যারিস্টটল বলেন, আইনজীবীদের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ আসার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা হবে।