টিডিএন বাংলা ডেস্ক: নির্বাচনী রাজ্যগুলিতে ভ্যাকসিন সার্টিফিকেট থেকে সরাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রককে লেখা একটি চিঠিতে নির্বাচনের নিয়মাবলি উল্লেখ করে তা পালন করতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। বলা হয়েছিল যে ভ্যাকসিন একটি কেন্দ্র পরিকল্পনা এবং বাংলার প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা নির্বাচন কমিশনে এই প্রতিবেদন জমা দেবেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে অর্থাৎ নির্বাচনী রাজ্যগুলিতে ভ্যাকসিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরিয়ে ফেলা উচিত।