Highlightরাজ্য

উত্তরপ্রদেশের বিধানসভা গ্যালারিতে সাভারকারের ছবি, প্রতিবাদ কংগ্রেস ও সমাজবাদী পার্টির

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশ বিধান পরিষদের ফটো গ্যালারিতে হিন্দুত্ববাদের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকরের ছবি। আর যা নিয়েই মত বিরোধ সৃষ্টি হয়েছে। কংগ্রেসের বিধান পরিষদ সদস্য দীপক সিং এক চিঠিতে অবিলম্বে বিধান পরিষদের ফটো গ্যালারি থেকে সাভারকারের ছবি সরানোর দাবি জানিয়ে বলেন, ‘সাভারকারের ছবি ওই ফটো গ্যালারিতে রেখে সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে অপমান করা হয়েছে। অবিলম্বে ওই জায়গা থেকে ছবিটি সরিয়ে বিজেপি অফিসে পাঠিয়ে দেওয়া হোক।’

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, সাভারকারের নামে প্রচুর বিতর্ক রয়েছে। পুরো দেশ জানে নিজের মুক্তির জন্য তিনি কীভাবে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। বিজেপির উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। তাঁর ছবি টাঙানো মানে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা ছাড়া আর কিছুই নয়।

Related Articles

Back to top button
error: