পিএমও-র তলব মুখ্য নির্বাচন কমিশনারকে! উঠছে প্রশ্ন

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর দফতর তলব করেছে মুখ্য নির্বাচন কমিশনারকে। এমনই একটি খবর ফাঁস হয় সর্বভারতীয় একটি দৈনিকে। তারপর থেকেই প্রশ্নের ঝড়।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৬ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং দুই নির্বাচন কমিশনার রাজীব কুমার ও অনুপচন্দ্র পান্ডেকে অনিচ্ছা সত্ত্বেও যোগ দিতে হয় পিএমওর ডাকা অনলাইন বৈঠকে। ওই সংবাদমাধ্যমে আরও দাবি করা হয়, বৈঠকের আগের দিন সমন পাঠানোর মত করে তাদের বৈঠকে যোগ দিতে চিঠি পাঠায় আইনমন্ত্রক। প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের মত একটি স্বাধীন সংস্থাকে কি পিএমও এইভাবে ডেকে পাঠাতে পারে? বিশেষ করে কয়েক মাস পরেই পাঁচ রাজ্যের ভোট হয়েছে। এই নিয়ে জোরদার সমালোচনা করেছে বিরোধীরা। এর পাশাপাশি এই বিষয়টিকে অনৈতিক এবং ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন তিনজন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার।

পিএমও- র এক অফিসারের কথায়, নির্বাচনী সংস্কারের দ্রুত নিষ্পত্তির জন্য আলোচনার আয়োজন করা হয়েছিল সেইদিন। প্রশ্ন উঠছে তাই বা কেন হবে? প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার কুরেশি বলেন, এমন ঘটনা কখনই গ্রহণযোগ্য নয়। তার মানে কি এবার বিচারবিভাগীয় সংস্কার নিয়ে আলোচনার জন্য সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে ডেকে পাঠানো হবে? নির্বাচনী সংস্কার আসল লক্ষ্য হলে তো কমিশনের অফিসারদের দিয়েই কাজ হয়ে যেত!”