HighlightNewsরাজ্য

রাতের অন্ধকারে পাঁচিল টপকে মমতার বাড়িতে ঢুকে পড়া সন্দেহভাজনকে আটক, জোরদার হচ্ছে নিরাপত্তা, তদন্তে পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: জেড ক্যাটেগরির নিরাপত্তার চাদরে ঘেরা থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবার রাতে কড়া পুলিশি ঘেরাটোপ এড়িয়ে পাঁচিল টপকে কালীঘাটে মমতার বাসভবনে ঢুকে পড়েন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অথচ ঘুণাক্ষরেও জানতে পারেনি কেউ। রবিবার সকালে তাকে ধরে কালিঘাট থানায় নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে ওই ব্যক্তির পরিচয় বা কী উদ্দেশ্যে তিনি মুখ্যমন্ত্রী বাড়িতে ঢুকেছিলেন। পাশাপাশি ওই ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক রয়েছে কি না, সেটাও দেখছে পুলিশ।

তবে, এত নিরাপত্তার ঘেরাটোপের মধ্য দিয়ে কী ভাবেই বা তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেছিলেন সেই প্রশ্ন উঠছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় কালীঘাটে মমতার বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটো সাটো করা হচ্ছে। লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘এক ব্যক্তি সন্দেহজনক উদ্দেশ্যে কোনও ভাবে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। পরে নিরাপত্তার রক্ষীদের নজরে এলে ওই ব্যক্তিকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ি এবং ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।’

Related Articles

Back to top button
error: