টিডিএন বাংলা ডেস্ক: আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলীয় প্রচার চলাকালীন ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিনের পুত্র এবং দলের যুব শাখার সভাপতি উদয়নিধি স্ট্যালিনকে তামিলনাড়ুর নাগপট্টিনাম জেলার পুলিশ গ্রেপ্তার করেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশ জানিয়েছে ওই জায়গায় রাজনৈতিক সভা করার অনুমতি দেওয়া হয়নি তা সত্বেও উদয় নিধি স্ট্যালিন ওই জায়গায় রাজনৈতিক সভা করা শুরু করলে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দলের প্রাক্তন সভাপতি এম করুণানিধির জন্মস্থান তিরুক্কুবলই জেলায় আয়োজিত একটি জনসভায় উদয়নিধি জানিয়েছিলেন, তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় তার পিতার সন্দেশ পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই অভিযান শুরু করে দিয়েছেন, যাতে “তামিলনাড়ুতে ছেয়ে থাকা অন্ধকার দূর করা সম্ভব হয়”।