HighlightNewsদেশ

বগটুইয়ের ঘটনায় ফোন করার পরেও আসেনি পুলিশ, দাবি সিবিআই চার্জশিটে

টিডিএন বাংলা ডেস্ক: বগটুইয়ে যখন একের পর এক ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছিল লেলিহান অগ্নিশিখায়। যখন একে একে ১০ টি তাজা প্রান আগুনে পুড়ে ঝরে গেল। তখন নিকটবর্তী থানায় ফোন করা হয়ে ছিল। কিন্তু তারপরেও তারা যথা সময়ে সেখানে পৌছায়নি। এমনই অভিযোগ করা হয়েছে সিবিআই-এর পেশ করা চার্জশিটে। রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে ছিল হাইকোর্ট। সেই বিভীষিকাময় ঘটনার তদন্তের পর অবশেষে ৩ মাসের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই।

খবরে প্রকাশ, সোমবার রামপুরহাট আদালতে সিবিআই ১,১৯৩ পাতার যে চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটে রামপুরহাটের তৃণমূলের ব্লক সভাপতি আনারুল সহ আরও ১৭ জনের নাম রয়েছে। তদন্তকারী অফিসাররা রামপুরহাট হাসপাতাল, পেট্রল পাম্প, পুলিশ স্টেশন ইত্যাদি জায়গার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছেন। রামপুরহাট হাসপাতালে ২১ মার্চ রাতে গুলিবিদ্ধ ভাদু শেখের ওখানে এসেছিল তার সমর্থকরা। সেখানেই বগটুই অগ্নিকাণ্ডের ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলেই মনে করছে সিবিআই।

Related Articles

Back to top button
error: