HighlightNewsদেশ

কংগ্রেস সাংসদ শশী থারুর সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের নয়ডায় প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিল চলাকালীন দিল্লিতে হওয়া হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ শশী থারুর ও ৬ প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। এই প্রবীণ সাংবাদিকদের মধ্যে রয়েছেন রাজদীপ সরদেসাই, মৃণাল পান্ডে, জফর আগা, পরেশনাথ এবং বিনোদ জোশ। কংগ্রেস সাংসদ শশী থারুরের পাশাপাশি এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং শান্তি ভঙ্গ, ধর্মীয় ভাবনায় আঘাত করা সহ আইটি অ্যাক্টের বিভিন্ন ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুপারটেক কেপটাউনের বাসিন্দা অর্পিত মিশ্র জানিয়েছেন, দিল্লিতে গণতন্ত্র দিবসের সময় হওয়া ঘটনাক্রম চলাকালীন কিছু মানুষ অপমানজনক, প্ররোচনামূলক এবং বিভ্রান্তিকর খবর পোস্ট করেন যে, পুলিশ এক ট্রাকের চালককে গুলি করে হত্যা করে দিয়েছে। ওই ব্যক্তি আরো অভিযোগ করেছেন, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র অনুযায়ী এভাবে মিথ্যা খবর সম্প্রচার করা হয়। বিক্ষোভকারীদের প্ররোচিত করার জন্য জেনে শুনে এ ধরনের কাজ করা হয়। এই কারণেই, আন্দোলনকারীরা লালকেল্লায় পৌঁছান এবং ধর্মীয় ও অন্যান্য পতাকা উত্তোলন করেন এবং পুলিশ কর্মীদের ওপর হামলা করেন। অর্পিতা মিশ্র নামে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কংগ্রেস সাংসদ শশী থারুর ও ৬ বড়িষ্ঠ সাংবাদিকদের বিরুদ্ধে ১৫৩এ, ১৫৩বি, ২৯৫ এ, ৫০৪, ৫০৬, ১২৪ (এ) ১২০বি, আইটি আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

Related Articles

Back to top button
error: