HighlightNewsদেশ

কাশ্মীরি পণ্ডিতদের বিক্ষোভে উত্তাল উপত্যকা, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক: কাশ্মীরে সরকারি কর্মচারী রাহুল ভাটকে গতকাল তাঁর বুদগামের তহসিল অফিসের মধ্যে প্রবেশ করে হত্যা করে জঙ্গিরা। কাশ্মীরি পণ্ডিত হত্যার বিরুদ্ধে এবার বিক্ষোভে উত্তাল উপত্যকা। বৃহস্পতিবারের ওই প্রাণঘাতী জঙ্গি হামলা রোধে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদে শুক্রবার পথে নেমে আন্দোলন শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এই প্রতিবাদি মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। শুধু তাই নয় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জেরও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ভাট পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। কিন্তু তাতেও শান্ত হচ্ছে না উপত্যকা।

আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ায় আরও ক্ষুদ্ধ হয়ে উঠেছেন তারা। যদিও প্রশাসনের তরফে দাবি, ওই মিছিল বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়ার কারণে বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে তাদের থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু তারা সেই নিষেধ উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সেই কর্মসূচিতেই বাধা দেয় পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারী কাশ্মীরি পণ্ডিতরা বলেন, তাঁরা পুলিশের সঙ্গে কোনও বিবাদে যেতে চাননি। তাই পুলিশকে তারা মিছিল নিয়ে এগোনোর অনুমতি দিতে বলে। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের আবেদনে কর্ণপাত করেনি বলে অভিযোগ।

এদিকে এই ঘটনায় সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি অভিযোগ করেন, তাকে ভাট পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে। একটি টুইট করে তিনি বলেন, ‘কাশ্মীরি পণ্ডিত এবং মুসলিমদের একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্য বিজেপির সাম্প্রদায়িকতার সঙ্গে খাপ খাচ্ছে না।’ এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পুলিশী নিপীড়নকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘কাশ্মীরের মানুষের জন্য এটা নতুন কিছু নয়। বার বার প্রতিবাদ-আন্দোলনকে প্রশাসন হাতিয়ার দিয়ে উত্‍খাত করে। যদি উপরাজ্যপালের সরকার মানুষকে সুরক্ষা না দিতে পারে তাহলে কাশ্মীরি পণ্ডিতদের প্রতিবাদ দেখানোর অধিকার আছে।’

Related Articles

Back to top button
error: