টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হাজরা মোড়, চললো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক ১২০ জন

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: প্রাথমিকে শিক্ষক হিসাবে নিয়োগের দাবিতে টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল হাজরা মোড়। আন্দোলনকারীরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। ফলে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের আটক করতে শুরু করে। প্রায় ১২০ জনকে আটক করা হয়েছে বলে খবর। বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে নিয়োগের দাবিতে স্লোগান ওঠে। এদিন শিশুকে কোলে করে নিয়ে বিক্ষোভে সামিল হতে চলে আসেন এক চাকরিপ্রার্থী মহিলাও। এছাড়া অনেকে মহিলা চাকরিপ্রার্থীরাও সামিল হয়েছিলেন এদিনের বিক্ষোভে।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁদের দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হয়নি। তার বদলে টাকাপয়সার বিনিময়ে অন্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এইতিমধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আদালতে একাধিক মামলা চলছে। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।