টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দলিত পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধির। তাঁর অভিযোগ, পুলিশ দলিত পরিবারটিকে কোনও সাহায্য করেনি।
যোগী রাজ্যে ফের হিংসার শিকার দলিতরা। প্রয়াগরাজে ৪ সদস্যকে নির্মমভাবে খুন করা হয়। খুনের আগে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর উচ্চবর্ণের এক প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রধান প্রিয়াঙ্কা গান্ধি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, “পরিবারটি আতঙ্কে গুটিয়ে রয়েছে। বাড়িতে যারা আছেন, তারা সবাই মহিলা। একমাত্র জীবিত পুরুষ সদস্য কাজ করেন ঝাড়খণ্ডে। মহিলারা বুঝতেই পারছেন না, ওরা একা কী করবেন। যে কেউ এসে হুমকি দিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে পারে। পুলিশ ওদের কোনও সাহায্য করেনি।”
নির্যাতিত পরিবারটির মহিলা সদস্যদের দাবি, ২০১৯ এবং ২০২১ সালে তপশিলি জাতি-উপজাতি আইনে অভিযোগ দায়ের করেছিল তারা। সেই অভিযোগের কোনও নিষ্পত্তি হয়নি। এমনকি কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় ফুলপুরের পুলিশ ইন্সপেক্টরকে। উল্লেখ্য, যোগী রাজ্যে একাধিক বার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। হাথরসের ধর্ষণে জেলা শাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, নির্যাতিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার চাপ দেওয়ার। পরে তাকেও বদলি করে দেওয়া হয়।