টিডিএন বাংলা ডেস্ক: উত্তর ২৪ পরগণা জেলার দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডের দায় কার তা নিয়ে কাদাছোঁড়া ছুঁড়ি শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। এই ঘটনায় তৃণমূলের মন্ত্রী রথীন দাস সরাসরি আইএসএফের উপরে দায় চাপিয়েছে। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বাজি কারখানার মালিক রমজান আইএসএফের লোক। অন্যদিকে আইএসএফের পক্ষ থেক পাল্টা অভিযোগ তোলা হয়েছে, বাজি কারখানার মালিক আইএসএফের নয় বরং স্থানীয় তৃণমূল নেতা ছিলেন। পুলিশ প্রশাসনের সঙ্গেও তার ওঠা বসা ছিল বলে অভিযোগ তুলেছেন অনেকেই।
ঘটনাস্থলে গিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বাজি কারখানার আড়ালে আদতে বোমা তৈরি হতো বলে দাবি করেন তিনি। এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের জন্য তিনি এনআইএর হাতে তদন্ত ভার তুলে দেওয়ার আবেদন করেছেন। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যও এই ঘটনায় এনআইএর তদন্তের দাবি তুলেছেন। অন্যদিকে, এই ঘটনার ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখছে পুলিশ ও সিআইডি টিম।