HighlightNewsদেশবিনোদনরাজ্য

‘হাম, রহে ইয়া না রহে কাল’ গান গেয়েই কলকাতায় মৃত্য বরণ করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে

টিডিএন বাংলা ডেস্ক: সঙ্গীতের জগতে আরও এক নক্ষত্র পতন। কলকাতায় সিএমআরআই হাসপাতালে মৃত্য বরণ করলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে। কেকের অকাল প্রয়াণে শোকের ছায়া শিল্পী জগতে। কে কে’র মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বাংলার বিধাননগরের স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ডাকে সারা দিয়ে নজরুল মঞ্চে অনুষ্ঠানের এসে ছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে বা কৃষ্ণকুমার কুন্নাথ। শিল্পীর আগমনে ভক্তদের উল্লাস-আবেগ ছিল চোখে পড়ার মত। নজরুল মঞ্চে ভক্তের ভিড় উপছে পরছে। কোথাও তিল ধারনের জায়গাও নেই। আর তিনি ধরলেনও ঠিক সেই বিখ্যাত গান, ‘হাম, রহে ইয়া না রহে কাল’। চারিদিকে মোহিত দর্শকদের উল্লাস। কিন্তু কে জানত এই ‘হাম, রহে ইয়া না রহে কাল’ গানের লাইনটিই যে সত্য হতে চলেছে। কেই বা ভেবে ছিল এই গান এই অনুষ্টানই তাঁর জীবনের শেষ গান শেষ অনুষ্টান হতে চলেছে।

জানা গিয়েছে, মঞ্চেই অসুস্থ হয়ে পড়ে ছিলেন তিনি। সেখান থেকেই হোটেলে ফিরে যান। সেখানে পৌঁছেই কিছুক্ষণ পর সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গীত শিল্পী কে কে’র মৃত্য নিয়ে উদ্যোক্তাদের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ করে তদন্তের দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, কেকে-র অনুষ্ঠান চলার সময় বেশ কিছু ‘অস্বস্তিকর’ প্রশ্ন উঠছে।

Related Articles

Back to top button
error: