HighlightNewsদেশ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার, দায়ের ১০০টি এফআইআর: আম আদমি পার্টির অফিস থেকে বেরিয়ে আসা ভ্যানে মিলল পোস্টার, গ্রেপ্তার ৬

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টার লাগানোর ঘটনায় পুলিশ ১০০টি এফআইআর নথিভুক্ত করেছে। এই মামলাগুলি প্রিন্টিং প্রেস আইন এবং সম্পত্তি উজাড় আইনে নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। আম আদমি পার্টির (এএপি) অফিস থেকে বেরিয়ে আসা একটি ভ্যান থেকে পোস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দিল্লির কিছু অংশে ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান সহ পোস্টার লাগানো হয়েছে। এই সব পোস্টারে ছাপাখানার বিবরণ ছিল না। আইপি স্টেট থানার এক কনস্টেবল পোস্টার লাগানোর সময় পাপ্পু মেহতা নামে এক ব্যক্তিকে ধরে ফেলেন। পাপ্পুর কাছে ৩৮ বান্ডিল পোস্টার পাওয়া গেছে।
এই ঘটনার পর আম আদমি পার্টির তরফে প্রশ্ন করা হয়, পোস্টারে আপত্তিকর কী আছে? আম আদমি পার্টি পুলিশের অ্যাকশনকে স্বৈরাচার বলে আখ্যায়িত করেছে। আপ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছে, মোদি সরকারের একনায়কত্ব চরমে। পোস্টারে এতটা আপত্তিকর কী আছে যে মোদীজি সেটি লাগানোর জন্য ১০০টি এফআইআর দায়ের করেছেন? আপনি সম্ভবত প্রধানমন্ত্রী মোদিকে চেনেন না, কিন্তু ভারত একটি গণতান্ত্রিক দেশ, পোস্টার নিয়ে এত ভয় কেন?
জানা গিয়েছে, পোস্টার ইস্যুতে আম আদমি পার্টি বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করবে। অরবিন্দ কেজরিওয়ালের সাথে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিতব্য এই বিক্ষোভে অংশগ্রহণ করবেন।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, বিশেষ পুলিশ কমিশনার দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, ‘দুটি প্রিন্টিং প্রেস ফার্ম এ ধরনের ৫০-৫০ হাজার পোস্টার তৈরির অর্ডার পেয়েছিল। রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই সব পোস্টার সাঁটিয়েছেন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা। ছাপাখানার নাম প্রকাশ না করায় মালিকদের আটক করেছে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, পোস্টার ছাপানোর আদেশ ১৭ মার্চ দেওয়া হয়। এরপর ১৯ মার্চ রাতে এই সব পোস্টার সাঁটাতে বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। ২০ মার্চ সকাল পর্যন্ত চলে পোস্টার সাঁটানোর কাজ।
আম আদমি পার্টির অফিস থেকে বেরিয়ে আসা একটি ভ্যানে দশ হাজার পোস্টারের বান্ডিল পাওয়া গেছে।
উল্লেখ্য, দু’বছর আগেও একই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। যখন, দিল্লিতে কোভিড টিকাদান অভিযানের সময় মোদীর সমালোচনাকারী পোস্টার লাগানো হয়। এরপর দিল্লি পুলিশ ৩০ জনকে গ্রেফতার করে। ওই ঘটনায়, ২৫টি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।

Related Articles

Back to top button
error: