দিল্লিতে শুরু পোস্টার যুদ্ধ, এবার কেজরিওয়াল হটাও-এর পোস্টার দেওয়ালে

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে শুরু হয়েছে পোস্টার যুদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টার লাগানোর ঠিক দুদিন পর, দিল্লির বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে। পোষ্টারের গায়ে দিল্লি থেকে কেজরিওয়ালকে সরানোর স্লোগান লেখা হয়েছে। এই পোস্টার প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, এতে তাঁর কোনও সমস্যা নেই। কাউকে গ্রেফতার করা উচিত নয়।

দুদিন আগে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছিল। ওই পোষ্টারের গায়ে লেখা হয়েছিল, ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। এই পোস্টারগুলি লাগানোর তথ্য প্রকাশ্যে আসার সাথে সাথে পুলিশ ৩৬টি এফআইআর নথিভুক্ত করে। একইসঙ্গে, পোস্টার কাণ্ডে ছাপাখানার দুই মালিকসহ ৬ জনকে আটক করা হয়েছে। আম আদমি পার্টির বাইরের একটি ভ্যান থেকে দশ হাজার পোস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে।