তালিবানের সমর্থনে পোস্ট বা মন্তব্য করলেই শাস্তি পেতে হবে, জানালো ফেসবুক কর্তৃপক্ষ

টিডিএন বাংলা ডেস্ক: আফগানিস্তান দখলের তালিবানকে ‘জঙ্গিগোষ্ঠী’র তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করল ফেসবুক। একই নীতি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

ফেসবুকের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, ‘‘আমরা গভীর ভাবে আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তালিবানের সমর্থনে করা পোস্টগুলি চিহ্নিত করে মুছে দেওয়া হবে। যে অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করা হয়, সেটি নিষিদ্ধ করা হবে।’’