টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশকে ‘উত্তমপ্রদেশ’ করার ইচ্ছে ছিল যোগী আদিত্যনাথের। কিন্তু তা দিবাস্বপ্নই হয়ে রইল। নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র সূচকে দেখা গেল, দরিদ্রতম রাজ্যের তালিকায় বিহার, ঝাড়খণ্ডের সঙ্গেই রয়েছে উত্তরপ্রদেশের নাম! অন্যদিকে পশ্চিমবঙ্গের অবস্থান তুলনামূলক অনেক উন্নত।
নীতি আয়োগের ওই তালিকার শীর্ষে রয়েছে বিহার। ৫১.৯১% মানুষই দরিদ্র ওই রাজ্যে। পরের স্থানে আছে ঝাড়খণ্ড (৩৭.৭৯%)। তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ এবং মেঘালয়ের স্থান এই তিন রাজ্যের ঠিক পরেই। তাৎপর্যপূর্ণ ভাবে যে কটি রাজ্যের পরিস্থিতি ভালো, অর্থাৎ যে কটি রাজ্যে দরিদ্রের সংখ্যা কম তার অধিকাংশই অ-বিজেপি শাসিত। তারমধ্যে যেমন প্রথম স্থানে রয়েছে কেরালা (০.৭১ শতাংশ), গোয়া (৩.৭৬%), সিকিম (৩.৮২%), তামিলনাড়ু (৪.৮৯%), পাঞ্জাব (৫.৫৯%)। ভালো অবস্থায় রয়েছে রাজধানী দিল্লি। কেন্দ্রশাসিত অঞ্চল গুলোর তুলনায় সেখানে দারিদ্র্যের হার মাত্র ৪.৭৯%। আর সেটাও অ-বিজেপি শাসিত।
অতিসম্প্রতি নয়ডাতে নতুন বিমানবন্দরের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী রাজ্যের উন্নয়নের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঠিক পরের দিনই নীতি আয়োগের সূচকে উত্তরপ্রদেশের হতশ্রী দশা প্রকাশ্যে এসেছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নীতি আয়োগের এই রিপোর্ট তথা যোগী রাজ্যের দারিদ্র চিত্র ভোটে বিরোধীদের বড় অস্ত্র হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।