কংগ্রেসকে ‘প্রাচীন ও দুর্বল কাঠামোযুক্ত’ দল বললেন প্রশান্ত কিশোর

টিডিএন বাংলা ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান এর সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। গত ৫ ই আগস্ট দিল্লিতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রশান্ত কিশোর। এরপর থেকেই তার কংগ্রেসে যোগদানের সম্ভাবনা আরও প্রবল হয়। কিন্তু এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এবার তিনি সেই কংগ্রেসকেই একপ্রকার তুলোধোনা করলেন। তিনি কংগ্রেসকে একটি প্রাচীন ও দুর্বল কাঠামোযুক্ত দল বলে সমালোচনা করেন। একইসঙ্গে তিনি এও বলেন, কংগ্রেসের মধ্যে এমন কিছু বদ্ধমূল সমস্যা আছে যার সহজ ও দ্রুত সমাধান সম্ভব নয়। লাখিমপুর হত্যাকাণ্ড নিয়ে কংগ্রেস পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে কিন্তু তেমন কিছু হবে না। উল্লেখ্য যে, কিছুদিনের মধ্যেই কংগ্রেসের অভ‍্যন্তরে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে। বামপন্থী কানাইয়া কুমার ও জিগ্নেশ মেওয়ানির কংগ্রেসে যোগদান। মহারাষ্ট্রে কংগ্রেসের চমৎকার ফল এবং লাখিমপুরের কৃষক হত্যা নিয়ে কংগ্রেসের আন্দোলন। এসব দেখে অনেকেই কংগ্রেসের পুনর্জাগরণের কথা বলছিলেন কিন্তু সেটাকেই প্রশান্ত কুমার অসম্ভব বললেন।