HighlightNewsদেশ

প্রশান্ত কিশোরের প্রাক্তন সহকারি এবার কাজ করবেন কংগ্রেসের হয়ে, সূত্রের খবর

টিডিএন বাংলা ডেস্ক: ভোটকুশলী হিসেবে কংগ্রেসের সাথে প্রশান্ত কিশোর কাজ না করলেও কাজ করবেন তাঁর একসময়ের সহকর্মী সুনীল কানুগোলু। সূত্রের খবর, ২০২৩ সাল থেকে সুনীল কানুগোলু ভবিষ্যতের নির্বাচনের জন্য কংগ্রেসের প্রচারে পরিকল্পনার দায়িত্ব পালন করবেন। অর্থাৎ আগামী বছরের রাজ্য নির্বাচন থেকেই কাজ শুরু করছেন প্রশান্ত কিশোরের প্রাক্তন সহকর্মী।

একসময় আইপ্যাক-এর অংশ হিসেবে প্রশান্ত কিশোরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন সুনীল। আইপ্যাকের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৪ সালের প্রচারাভিযান পরিকল্পনাকারী দলেরও অংশ ছিলেন তিনি। শুধু তাই নয়, প্রশান্ত কিশোরের সঙ্গেই বিজেপি, ডিএমকে, এআইএডিএমকে এবং অকালি দলের জন্যও প্রচার পরিকল্পনার কাজ করেছেন তিনি। সূত্রের খবর এদিন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর সুনীল কানুগোলু এই দায়িত্ব পেয়েছেন। প্রসঙ্গত, গত বছর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের ভোট পর্ব শেষ হওয়ার পর প্রশান্ত কিশোর সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে। সে সময় শোনা গিয়েছিল প্রশান্ত কিশোরকে কংগ্রেসের হয়ে ভোট কুশলীর দায়িত্ব দেওয়া হতে পারে কিংবা তাঁকে কংগ্রেসের সর্বসময়ের সদস্য হিসেবে গ্রহণ করা হতে পারে। যদিও সে সময় প্রশান্ত কিশোরের সঙ্গে অনেক বৈঠকের পরেও এ সম্পর্কে কোনো নিশ্চিত সিদ্ধান্ত না হওয়ায় শেষ পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে যোগাযোগ করা হয় প্রশান্ত কিশোরের প্রাক্তন সহকর্মী সুনীলের সঙ্গে।

Related Articles

Back to top button
error: