ইব্রাহিম মন্ডল, টিডিএন বাংলা, রানাঘাট: “বই কিনুন, বই পড়ুন, বই পড়ান” শিরোনামকে সামনে রেখে কবি শঙ্খ ঘোষের স্মরণে ২৪শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে ১৩তম রানাঘাট বই মেলা। রানাঘাট বইমেলা পর্ষদের উদ্যোগে এবারের বই মেলা অনুষ্ঠিত হচ্ছে রানাঘাট কালিপদ চট্টোপাধ্যায় চিলড্রেন পার্কে। এবারের বই মেলায় সম্প্রীতি ই মূল বার্তা বলে জানান মেলা কর্তৃপক্ষ। শঙ্খ ঘোষকে স্মরণ করে সাজানো হয়েছে শঙ্খ ঘোষ অডিটোরিয়াম। সেখানেই সম্প্রীতির বার্তা দিতে ইসলামিক বুক সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শিরনাম “সুসংহত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা।” এই বিষয়ে বক্তব্য রাখেন জামাআতে ইসলামী হিন্দের সাবেক রাজ্য সভাপতি মুহাম্মদ নূরুদ্দীন।
তিনি বলেন, ” মানুষ প্রকৃত ধর্ম ভুলে আচার সর্বস্ব কুসংস্কার কে ধর্ম মনে করে নিয়েছে। তাই নিজেদের মধ্যে বিভেদ বেড়েছে।সম্প্রীতির জন্য চাই প্রকৃত ধর্মের অনুসরণ।”
সভা শেষে মেলা কর্তৃপক্ষের কিছুজনকে বাংলা কোরআন উপহার দেওয়া হয়।
মেলা কর্তৃপক্ষ জানায়, শঙ্খ ঘোষ চেয়েছিলেন বেঁধে বেঁধে থাকতে, তাই আমাদের বেঁধে বেঁধে থাকা খুব প্রয়োজন। আর সম্প্রীতি যেহেতু মূল বার্তা তাই আজকের এই বাংলা ইসলামিক বুক সেন্টারের আয়োজন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।
এদিনের সভায় উপস্থিত ছিলেন,জামাআতের জেলা সভাপতি অজগর আলী মন্ডল, মেলা কমিটির কার্যকরী সভাপতি আলোক কুমার দাস,কার্যকরী সম্পাদক পার্থ কর,শান্তনু কর্মকার সহ প্রমুখ ব্যাক্তিত্ব।