অরুণাচলে চিনা গ্রামের উপস্থিতি, লাদাখে ফাইবার অপটিক বেজিংয়ের! উদ্বেগ নয়াদিল্লির

টিডিএন বাংলা ডেস্ক : ভারতের সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা জুড়ে গড়ে তুলেছে অপটিক ফাইবার লাইন। এমনটাই বলছে পেন্টাগনের মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্ট ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অফ চিন ২০২১’ শীর্ষক রিপোর্টে। শুধু তাই নয় তৈরি হয়েছে অনেক সেনা ক্যাম্প, স্থায়ী আশ্রয় শিবির, মেডিকেল ইউনিট এবং ইলেকট্রনিক কমিউনিকেশন সেন্টার। অরুণাচলে আস্ত একটা চিনা গ্রাম গড়ে উঠেছে। গ্রামে রয়েছে একশোটি ঘর। আমেরিকা প্রশাসনের কাছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন।

রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২০ সালে চিন এবং ভারতের মধ্যে যখন অশান্তি তুঙ্গে, ওই সময় পশ্চিম হিমালয়ের প্রত্যন্ত এলাকায় ফাইবার অপটিক নেটওয়ার্ক বসিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি। উদ্দেশ্য নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ও দ্রুততর করে বিদেশী শক্তির প্রতিরোধ। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের ব্যাপারে চিনের আচরণ সম্প্রতি অনেক বেশি আগ্রাসী হয়েছে। বিশেষ করে লাদাখ ও অরুণাচল প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বারবার চুক্তি লঙ্ঘন করেছে বেজিং।

ফাইবার অপটিক বসানোর প্রধান লক্ষ্য প্রতিবেশী রাষ্ট্রের ওপর নজরদারি। ওই রিপোর্ট অনুযায়ী, বেইজিংয়ের লক্ষ্য ভারতকে সীমান্তে সর্বদা ব্যস্ত রাখা। চিনা বাহিনী কমান্ডার মোতায়েন করে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা সূত্রের খবর দ্রুত চালাচালির পথ প্রশস্ত করেছে। সেই খবর পাওয়া মাত্রই যাতে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হতে পারে।