HighlightNewsদেশ

নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির,… প্রধানমন্ত্রীর নয়, বললেন রাহুল: ২৮ মে সাভারকর জয়ন্তী, এই দিনে উদ্বোধন দেশ নির্মাতাদের অপমান, মন্তব্য কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক: ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন। এর বিরোধিতা করেছেন রাহুল গান্ধী। রাহুল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উচিত সংসদের নতুন ভবন উদ্বোধন করা, প্রধানমন্ত্রীর নয়। ১৮ মে, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীকে নতুন ভবন উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সমস্ত বিরোধী দল এবং কংগ্রেস নতুন ভবনের উদ্বোধনের তারিখ নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস জানিয়েছে, ২৮ মে হিন্দুত্ববাদী চিন্তাবিদ বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকী। এই দিনে নতুন সংসদ ভবন উদ্বোধন করা জাতির নির্মাতাদের অপমান।

প্রসঙ্গত, নতুন সংসদ ভবনের কাজ শেষ হয়েছে ৮৬২ কোটি টাকায়। প্রধানমন্ত্রী ১০ ডিসেম্বর ২০২০ তারিখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৫ জানুয়ারী ২০২১ তারিখে নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। গত বছরের নভেম্বরে এই ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নির্মিত এই ভবনটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এটি ২৮ মাসে নির্মিত হয়। নতুন সংসদ ভবনে লোকসভা চেম্বারে ৮৮৮জন এবং রাজ্যসভার চেম্বারে ৩০০জন সদস্য আরামদায়কভাবে মিটমাট বসতে পারবেন।

পুরনো সংসদ ভবন ৪৭ হাজার ৫০০ বর্গমিটারে নির্মিত ছিল, আর নতুন সংসদ ভবন তৈরি হয়েছে ৬৪ হাজার ৫০০ বর্গমিটারে। অর্থাৎ, নতুন ভবনটি পুরনোটির চেয়ে ১৭ হাজার বর্গমিটার বড়। নতুন সংসদ ভবনটি চার তলা বিশিষ্ট। এর ৩টি দরজা রয়েছে, সেগুলোর নাম জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্মদ্বার। এমপি এবং ভিআইপিদের জন্য আলাদা প্রবেশের ব্যবস্থা রয়েছে। এতে ভূমিকম্প কোনো প্রভাব ফেলবে না। এর নকশা তৈরি করেছে এইচসিপি ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। এর স্থপতি হলেন বিমল প্যাটেল।

Related Articles

Back to top button
error: