নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, করিমপুর: নদিয়ার থানারপড়ার ফাজিলনগরে বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করলেন স্কুল শিক্ষকেরা। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির করিমপুর নতুন চক্রের উদ্যোগে “চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি”, শিরোনামের এই কর্মসূচিতে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পচিমবঙ্গ সরকারের জনমুখী উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে জনসাধরনেকে সচেতন করেন প্রাথমিক শিক্ষকেরা।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির করিমপুর নতুন চক্রের সভাপতি মঞ্জুর আহমেদ জানিয়েছেন, জনসাধারণের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। আমরা শিক্ষকেরা উন্নয়নমুলক প্রকল্পের কথা জনসাধারণের সম্মুখে তুলে ধরছি। বিভিন্ন প্রকল্পের বিষয়ে জানতে পেরে খুশি হচ্ছেন অভিভাবকরা।