কোনরকম নিরাপত্তা ছাড়াই একেবারে সাধারণ মানুষের মতো রকাবগঞ্জ গুরুদ্বারে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ছবি সৌজন্যে নরেন্দ্র মোদীর টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: রবিবার সকালে হঠাৎই কোনরকম নিরাপত্তা ছাড়াই একেবারে সাধারণ মানুষের মতো দিল্লির রকাবগঞ্জ গুরুদ্বারে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোন পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই এভাবে গুরুদ্বারে পৌঁছে যাওয়ার কারণে হতবাক হয়ে যান ওই গুরুদ্বারের ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও। নিজের এই সফরের কথা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, দিল্লির সীমান্তের লাগাতার কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এভাবে নবম শিখ গুরু তেগ বাহাদুরজিকে প্রণাম করতে যাওয়া যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গুরু তেগ বাহাদুর ধর্ম এবং মানবতা রক্ষা করার জন্য নিজের প্রাণের আহুতি দিয়েছিলেন। তার প্রয়াণ দিবস কে প্রত্যেক বছর শহীদ দিবস হিসেবে পালন করা হয়। গতকালই গোটা দেশ তার প্রয়াণ দিবসকে শহীদ দিবস হিসেবে পালন করেছে। এহেন গুরু তেগ বাহাদুরের পূণ্যভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরএকেবারে সাধারণ মানুষের মতো পৌঁছে যাওয়া যথেষ্ট সংকেতবাহী বলেই মনে করছেন অনেকে।নিজের এই সফর সম্বন্ধে একটি টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ সকালে ঐতিহাসিক গুরুদ্বার রকাব গঞ্জ সাহেবের কাছে আমি প্রার্থনা করলাম, যেখানে শ্রী গুরু তেগ বাহাদুরজির পবিত্র দেহের শেষকৃত্য করা হয়েছিল। আমার নিজেকে অত্যন্ত ধন্য মনে হচ্ছিল। আমি বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষের মত শ্রী গুরু তেগ বাহাদুর জির দয়াতে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি।”