HighlightNewsদেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক! তদন্তে এনআইএ

টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক ফাঁস। তদন্তের দায়িত্ব নিতে চলেছে এনআইএ। সূত্রের খবর অনুযায়ী, একটি ইমেইলে মোদিকে হত্যার প্রস্তুতির কথা জানিয়েছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই মেসেজে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য দেশে ২০ কেজি আরডিএক্স জমা করা হয়েছে।

সম্প্রতি এনআইএর মুম্বই অফিসে এই ইমেইলটি পাঠানো হয়েছে। ওই ইমেইলে অজ্ঞাতপরিচয় ব্যাক্তি লিখেছেন,”আমি গোটা ভারতে ২০টি হামলার প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী মোদি আমার জীবন ধ্বংস করেছেন। তাই তাঁকে হত্যা করতে ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি আমি।” ওই ইমেইলে আরো লেখা হয়েছে,”আমি কাউকে ছাড়ব না। দু’কোটি মানুষকে খতম করে দেব। মানুষ এমনিতেই মারা যাচ্ছে, এবার তারা আমার বোমায় মারা যাবে, আমি কিছু সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাকে আরডিএক্স-এর ব্যাপারে সহযোগিতা করবে, আমি খুশি যে আমি খুব সহজেই বোমা পেয়ে গেছি এবং আমি সব জায়গায় বিস্ফোরণ ঘটাব। যদি আমাকে আটকাতে পারো তাহলে আটকানোর চেষ্টা করো, কিন্তু আমার আক্রমণ প্ল্যান করা হয়ে গেছে। আমি ২৮ ফেব্রুয়ারি স্লিপার সেলকে অ্যাক্টিভেট করে দিয়েছি।”

সূত্রের খবর, এই ঘটনার তদন্ত করবে এনআইএ। কোথা থেকে এই ইমেইল করা হয়েছিল, কোন ইমেইল আইডি ব্যবহার করা হয়েছিল এই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে।

Related Articles

Back to top button
error: